কবিতা লিখছি পাবো না অর্থ হয়তো পাবো না খ্যাতি
ভাবনা আমার তবুও হৃদয়ে জেগে ওঠে দিবারাতি ।
হিসাবী সুহৃদ  ভুল বুঝেছিলে ভুল করেছিলে সব
ধন মান ছেড়ে আজো আমি করি অকাজের কলরব ।
ফুল ফোটে বনে গন্ধ বিলিয়ে একদিন ঝরে যায়
কবিতার বুকে সেইরূপ দেখি অরুণের শোভা তায় ।
কি পেয়েছে ফুল গন্ধ বিলিয়ে রূপ রঙ বুকে ধরি ?
আমিও তেমনি কবিতার বুকে নির্জনে আজো মরি ।


কবিতার বুকে যারা মরে যায় কখনো চায় কি মান ?
বিস্মিত হয়ে রূপ দেখে কবি গেয়ে যায় শুধু গান ।
কবি আজো চায় হৃদয়ের ভাবে মরে যেতে একা একা
শুধু দেখে কবি সারদার হাসি  কবিতায় আছে লেখা ।
হৃদয়ের মরু সিক্ত করতে ভাবের মমতা রসে
কুঁড়িগুলি কবে  ফুটে যাবে সব ভাবে আজো কবি বসে ।


*************************************