হে পৃথিবী ,তোমার রূপের সুধা থেকে
তোমার স্নেহের ছায়া থেকে
এবার নিয়ে চলো দূরে  ।
তোমার এই ফুল ফল শস্যের সম্ভার
আমার হৃদয়ে শুধু ঢেউ তোলে অসংখ্য মায়ার ।
এত রূপ এত আলো রস গন্ধ ছেড়ে
কেন যেতে চাই আমি জানি ,
এইসব মরীচিকা , মিথ্যা তুমি  সৌন্দর্যের  রানী  ।
দেখেছি এইসব দিয়ে এতকাল
পথভ্রষ্ট করেছো আমারে ,
যে আকাঙ্ক্ষা  স্তূপীকৃত এ মাটির মায়ার বিথারে
তা ছেড়ে দূরে যেতে চাই ।


এবার নিয়ে চলো হে পৃথিবী
যেখানে তোমার রূপ রস গন্ধ স্পর্শ নেই ,নেই মরুভূমি ,
তুমি নেই শুধু আছি আমি
অনন্তের বুকে ।
নিয়ে চলো সংসার সাগর থেকে দূরে
পরিতৃপ্তির ঢেউগুলি যেখানে আছড়ে পড়ে অস্পষ্ট সুদূরে ।


*************************************