ডেকেছিল কোন এক নারী অন্ধকারে
কৈশোরের ঝড়ের সংকেতে
দেখাতে চেয়েছিল দেহের রহস্যে বাঁধা রাত ,
ফিরে গেছে খালি হাতে
দেখেছে সে বেদনার বুকে প্রসারিত এই দুটি হাত ।
এখন কেবলই মনে হয়
ফিরে গেছে ভালো ,
সেদিনও খুঁজেছি আমি অন্য এক আলো
জীবনের অমেয় বিস্ময় ;
জীবন মৃত্যুর মাঝে রক্তের কল্লোল
আজো শুনি অসীমের শুধু কথা কয় ।


জীবনের সব চাওয়া হাসি কান্না কোথায় থেমে যায় ?
সেদিনও খুঁজেছি তাকে দিকচক্রবালে আর আকাশের ঐ নীলিমায়।
****************************************