মন যার রাঙ্গা সে শুধু কি চায় দেহ ও বসন রাঙ্গাতে ?
অসীমের মাঝে রয়েছে হৃদয় নানা রূপে নানা ভাষাতে ।
মন না রাঙ্গিয়ে যারা উল্লাসে খেলে যায় আজো হোলি
তারা কি জেনেছে কত যে কালিমা হৃদয়ের চোরা গলি ?
মনের আকাশ রঙ্গিন যাদের রঙ ছাড়া তারা হাসে রে
অরুণ তাদের উঁকি দেয় রোজ হৃদয় ভরেছে আবিরে ।
ঐ যে অনাথা আবির কেনার পয়সা নেইকো যার
হয়তো পেয়েছে তারই করুণা হৃদয়ও ভরেছে তার ।
কি পায় মানুষ শুধু রঙ খেলে মনে মনে যারা রোগী ?
মন না রাঙ্গিয়ে গেরুয়া বসনে ভুল করে আজো যোগী ।


এসো আজ সবে ভালোবাসা দিয়ে মনকে রাঙ্গাবো প্রভাতে
হৃদয়ের কুড়ি কবে ফুটে যাবে আমি বসে আছি আশাতে ।


**************************************