নিজেকেই দেখি আমি জল স্থল অন্তরীক্ষে
ফুল ফল শস্যের সম্ভারে
মানুষের প্রতিহিংসা ঘৃণার প্রাকারে ।
মানুষের যত শোক ভয়
আমারই শোকের মাঝে হয়েছে বিলয় ।
ছড়িয়ে রয়েছি সব স্থানে
ভিখারিনীর লোল স্তনে
কিংবা ঐ নক্ষত্র সভায় ,
মানুষের সুখ দুঃখে অসীমের আলোকছটায় ।
কাকে আর করি ঘৃণা কাকে বাসি ভালো
নিজেকেই দেখি আমি আকাশে বাতাসে ,
ঘৃণা আর ভালোবাসা অনাদি অনন্তকাল ধরে
এ বুকের মাঝে বার বার ফিরে ফিরে আসে ।


আমার অশ্রুই যদি ধর্ষিতার অশ্রুকণা হয়
সেখানেও পাবে খুঁজে ধর্ষিতার সব কষ্ট
আমার হৃদয় ।


**************************************