গাছের কান্নারশব্দ ভাসে আজ আকশে বাতাসে
হৃদয়ের জ্বালা নিয়ে খুব কাছে ফিরে ফিরে আসে ।
কেটেছি অনেক গাছ ডালপালা করেছি ছেদন
জীবনে তাদের কান্না খুব কাছে শুনছি এখন ।
কুঠরা-ঘাতের মাঝে শেষ হয় তাদের ক্রন্দন
ফুল ফল ঝরে পড়ে স্তব্ধ হয় পাখির কূজন ।
শেষ হয়ে তারা করে যেন শেষ নমস্কার
কেউ শোনে না কান্না শুধু কাঁদে হৃদয় আমার ।
এখন গাছের কান্না রোজ শুনি হৃদয়ের মাঝে
আমারে বলছে যেন পাপী তুই পৃথিবীর কাছে ।
আজ তাদের বুকে হাত দিয়ে বলি মাগো ঘুমো
তব সন্তানেরে ক্ষমা করে দিয়ে যাও চুমো ।
কান্নার শব্দ সব ছুটে আসে হৃদয়ে যখনই
মনে হয় খুব কাছে শাসনের উত্তোলিত সেই সম্মার্জনী ।
***********************************