মৃত্যুকে দুহাতে ঠেলে কাল রাতে জীবনের কাছে এসেছিলে তুমি
দেখে গেলে কতবেশি ভেঙ্গে গেছি কতটুকু কম ,
মৃত্যুর বুকে থেকে ভুলে গেছ জীবনের মায়াবী সঙ্গম ।
একা এলে ভালো হতো ,মাকেও নিয়ে এলে কেন ?
মায়ের শাসনে আর তোমার বিবাদে ছিলাম একাকী নির্বিকার ,
দেখে গেলে একা থেকে মৃত্যুকেও চিনেছি এবার ।
স্বর্গ থেকে অকস্মাৎ ফিরে এলে কেন ?
স্বর্গে কি পৃথিবীর মতো নেই স্নেহ ও মমতা ?
আজও এসে দেখে গেলে বিপদের মাঝে কতটুকু আমার স্থিরতা ।
যেখানেই থাকো তুমি , আমাকেও যেতে হবে নিশ্চিত সেখানে
কেন এই বার বার ফিরে আসা জীবনের উদাসী সন্ধ্যায় ?
ঘুম ভাঙ্গতেই চেয়ে দেখি একা আমি সেই বিছানায় ।
তুমি এসে ফিরে গেলে ,সেই পথ অশ্রুতে পিচ্ছিল
শোক দুঃখ ভয় আছে জীবন তবুও অনাবিল ।
*********************************