দূরে সরে যাচ্ছে ধীর পায়ে
আমার চোখ নাক কান হাত পা মুখ সব ।
এদের আর চিনতে পারি না ,
পরিচিত মানুষ আর অনুপম প্রেমের সৌরভ
জীবনের সুন্দর দৃশ্যাবলী যা ছিল মধুর রসে ভেজা
জীবনের গোধূলি লগ্নে দূরে সরে যাচ্ছে এখন ;
জ্বর আর অনুপম স্বপ্ন নয় , মৃত্যুর মতন ।
তবু দেখতে পাচ্ছি অতল আঁধার
এক একবার কাছে এসে উস্কে দিচ্ছে
চলমান জীবনের ব্যাখ্যাতীত গর্জিত অসুখ ,
তা যে মৃত্যুরই মুখ
কীভাবে চিনবো বলো !
সব দূরে সরে যাচ্ছে ইদানীং ।
সহসা যেন
দিকভ্রান্ত উড়ন্ত বাদুড়ের মতো ডানা মেলে
প্রাণপাখি উড়ে যেতে চায় ।
***********************************