কিভাবে রেখেছে দেহে নারী তার রূপের আগুন
অতি সঙ্গোপনে স্তনাগ্র চূড়ায় আজো জাগে মনে ।
পুরুষের বহ্নিমুখ পতঙ্গের গতি যুগে যুগে মেনেছে বশ্যতা
কতশত বীরপুরুষ সহজেই মেনে নেয় কার অধীনতা ?
রূপ নিয়ে ভালোবাসা নিয়ে যুদ্ধ হয়েছে আরও হবে
এ যুদ্ধ চলে আসছে দেহে মনে আবহমানকাল ,
নারী নিয়ে পুরুষের দ্বন্দ্বযুদ্ধ ভয়ংকর খেলা
অজান্তেই মৃত্যু নামে ঠিক যেন রাতের মেখলা ।
যুদ্ধ হয়েছে হোক না আবার
ভরপেট খেলে সহ্য হয় ভালোবাসার উদ্ধত প্রহার ।
আমি তো ভিখারির ছেলে
ঢেঁকি-ছাঁটা চালে ভালোবাসা ,
যুদ্ধ নিয়ে কখনো ভাবি না ।
মরতে মরতে জেনে গেছি মানুষের রূপ
অনাহারে কেউ দু মুঠো ভাত মুখে দেবে না ।
***************************************