প্রেম তুমি ঝুলতে থাকো মগডালে
সারাদিন সারারাত মানুষের পায়ে পায়ে
ফুটবলের মতো অনেক ঘুরেছ
তোমাকে নিয়ে মানুষ অনেক খেলেছে।
দেহে অার হৃদয়ে হৃৎপিণ্ডে
চুম্বনে আর বিরহে বিচ্ছেদে
ঘুরতে ঘূরতে ক্লান্ত পাখিটির মতো হয়ে গেছ
এরপরে ঝুলতে থাকো মগডালে
কিছুক্ষণ বিশ্রাম নাও।
আমি এসে দরজা বন্ধ করে শুয়ে পড়বো
ঘুমোবো না
আমিওতো প্রেমহীন হয়ে আছি
ক্ষুধার্ত মানুষের মতো
আমি কী ঘুমোতে পারি ?
এক্ষুণি ঝুলি কাঁধে এসে পড়বে অন্ধ বনমালী
দুমুঠো মুড়ি পেলেই সে খুশি।
দুদিন খায়নি ঐ শিশু
পাখির ভানার মতো পিঠের হাড় বেরিয়ে পড়েছে
নিষিদ্ধ পল্লীতে খদ্দের না পেয়ে মালতী এসে বলবে
বাবু এক মুঠো ভাত
তখন তোমাকে মগডাল থেকে নেমে আসতে বলবো
সহ্য করতে  হবেনা রিরংসার ভার
তুমি হবে মানুষের ক্ষুধার গাবার


             **********