প্রেম যদি মরে যায় বিস্মিত যুবতী বোবা হয়
নিস্তব্ধ নিসর্গ মাঝে কোন কথা বলে না হৃদয় ।


প্রেম যদি মরে যায় মনে হয় জীবন আঁধার
আনন্দ নিথর হয় পড়ে থাকে বেদনার ভার ।


প্রেম যদি মরে যায় নিষ্প্রদীপ সন্ধ্যা নেমে আসে
সন্ধ্যার বাতাস লেগে জীবনও কাঁপে না আশ্লেষে ।


প্রেম যদি মরে যায় ভিখারি চায় না চাল আর
ভিক্ষার থালায় তার ন্যুব্জতায় নামে অন্ধকার ।


প্রেম যদি মরে যায় থাকে না ফুলের সৌরভ
ঝরে পড়ে ফুলগুলি পড়ে থাকে ক্লেদাক্ত রৌরব ।


প্রেম যদি মরে যায় মানুষেরা গলা টিপে মরে
দেখে শুধু বালু-রাশি পরিব্যাপ্ত এই চরাচরে ।


প্রেম যদি মরে যায় কাঁদে যদি আশার আরতি
ক্লান্তি নামে দেহে মনে মাথা কুটে প্রাণের বিস্তৃতি ।


******************************