হয়তো ফুল আর কোনদিন ফুটবে না ফুলের মতোই
প্রেম আর কোনদিন পুস্পিত চাঁদের মুখ দেখে হাসবে না প্রেমের সকাশে ,
তবু আমি বতায়ন খুলে বসে আছি একা
বাতাস আজও বারুদের গন্ধ ভুলে
ফুলের গন্ধ নিয়ে আসবে ভেবে ।
হয়তো জেনেছি আমি রণদামামার শব্দ
স্তব্ধ হবে একদিন
সোমত্ত মেয়েটি গভীর রাতেও
নির্ভয়ে পথ হেঁটে যাবে একা একা
কেউ তাকে বলবে না আর
ছুরি কিংবা পিস্তল সাথে নিয়ে যাও ।
পৃথিবী নিশ্চিত সেদিন
সব অস্ত্র ফেলে দেবে সমুদ্রের জলে ।
যোদ্ধাদের কাঁধে ভর দিয়ে শহীদের মৃতদেহ
হয়তো মিলিয়ে যাবে সারিবদ্ধ শান্তির মিছিলে ।
বারুদের  গন্ধ পৃথিবীর সব সত্য নয়
আমি আজও একা একা বাতায়ন পাশে দেখি
পৃথিবী যাবে না আর যুদ্ধের দামামা শুনে
অবিমিশ্র সুখ ছেড়ে যুদ্ধের মিছিলে ।  


*************************************