কী এমন হয়েছে নারী তুমি  শুধু কাঁদো ?
পুরুষ কী কাঁদে না কখনো ?
চেয়ে দেখো যত মেঘ ঢাকা আছে রোদে
পথ পাশে ছড়ানো যত নির্বাক পাথর
তারও অনেক  গভীরে আছে সিক্ত ভূমি ।
ওগো নারী তুমি শুধু সিক্ত জরায়ুর মতো
মাটিকেই স্ফীত হতে দেখো
নির্বাক পাথরের বুকে কান পেতে শোনোনি কখনো ।
সেভাবেই চিরকাল মেঘ সব ঢাকা থাকে রোদে
নাহলে যে ভেসে যেত সব
নিশ্চল  পাথরেও চুপ করে থাকে চিরকাল
রজঃস্রাবের মতো বেদনার বহু কলরব ।


*****************************