মানুষ যদিও জানে
সে আসলে কিছুই করে না
আড়ালে কেউ আছে কেউ তো আছে
কোন এক দক্ষ বাজিকর
পুতুলকে যেমন নাচায় ।
তবু আকাশে বাতাসে ভাসে মানুষের অহং
আমি আমি আমি ।
অথচ আশ্চর্য আমি বলে কিছু নেই
কেউ  আছে বাঁশি হাতে কদমের ছায়ায়
তারই অদ্ভুত মায়ায়
মানুষের কোলাহল আস্ফালন কর্ণকুহরে আসে ।
কোন এক নিস্তব্ধ সন্ধ্যায়
নির্জীব পুতুলের মতো পড়ে থাকে আমি
তারই বাঁশি বেজে ওঠে অমলিন সোনালি জ্যোৎস্নায় ।
আস্ফালনের পিছনে সে
মৃত্যুর পিছনে সে
নেমিসিসের মতো মানুষকে
নাচায়
হাসায়
কাঁদায় ।


***************************