মানুষের শরীরের মাংস ও মেদ গলিত দুর্গন্ধযুক্ত হলে
রাতই বয়ে আনে তার সেই ক্লেদ পঙ্কিল জীবনের ক্লিষ্ট সমাচার ।
তাই রাতের কান্না ভাসে আকাশে বাতাসে
গায়ে মেখে মানব মনের বিষাক্ত নিঃশ্বাস ।
একা সে জেগে থাকে অতন্দ্র প্রহরী
সে যখন কাঁদে পৃথিবীতে মানুষ ঘুমায় ।
মানুষের ঘরে ঘরে ঘুম নেমে এলে
দেহের অভ্যন্তর সমাহিত হয় ,
রাত একা কাঁদে সে কান্না অন্ধকারময়
পৃথিবীর মানুষের কান্না শোনার নাই যে সময় ।
আমি কেন একা জেগে রাতের কান্না শুধু শুনি ?


রাতের ভিতরে অসংখ্য তারার মতো
যেসব কালো ব্যথা জেগে থাকে
একা কেন সেই সব গুনি ?
তার কান্না আমাকেই শুনতে যদি হয়
একদিন আমিও নিশ্চিত রাতের বুকের কাছে খুলে দেব
প্রভাতের স্নেহ-মাখা উদার হৃদয় ।


***************************************************