মরেছে সে যেভাবে মানুষ মরে যায় ।
যাবার সময় বলেছে সে
বেদনার যত কথা
রক্ত ঝরার কথা
বাহুদুটি নিথর নিস্পন্দ হয়ে এলে ।
কার ডাক শুনেছিল ?
যে অপূর্ব আকাশের ডাকে
মানুষও তার ঘর ভুলে যায়
মানুষের ভালোবাসা সেখানে ঘুমায় ।
বধূটি তার  সিঁথির সিঁদুর মুছে  ঘরে এসে দেখে
চারপাশে  ভালোবাসা শুধুই ছড়ানো ।
যদিও সে চলে গেল
বলে গেল নিভৃত কুহক থেকে দূরে এসে
মানুষকে ভালোবাসো শত কষ্ট সয়ে ।
পড়েছে বধূটি
ঘরের মেঝেতে স্পষ্ট লেখা আছে
বিন্দু বিন্দু রক্ত ঝরার কথা ।


***************************