আকাশে রেখেছি দুটি হাত
পায়ের তলায় ভিক্ষার ঝুলি কাঁধে দাঁড়িয়ে পৃথিবী
কার কাছে যাবো ?
পৃথিবী তো চিরকাল চোখে জল নিয়ে দাঁড়িয়েই ছিল
তার বুকে মা কাঁদে
বোন কাঁদে
কাঁদছে ধর্ষিতা ।
কার কাছে যাবো আমি ?
কোথায় সমর্পণ করে দেবো বলে সযত্নে রেখেছি এই মন ?
কেউ কেউ দেখে তারার কম্পন
বাহু তুলে সেদিকেই ছুটে যেতে চায়
আমি কিন্তু আকাশের বুক থেকে সরিয়ে দুটি হাত
রেখে দেবো মা আর ধর্ষিতার কোলে ।


আকাশে অনেক আলো
পৃথিবী বড়ই বিষণ্ণ
ধর্ষিতার মতো তারও খুলে গেছে সব আবরণ
ছিঁড়ে গেছে নরম ঘাসের মতো স্তন
সেখানেই নির্জনে হবে আমারও আত্মবিসর্জন


***************************