জীবনের রক্তমাখা ফেনিল উচ্ছ্বাস শেষ হলে
সহসা দেখেছি আমি কীটদষ্ট নষ্ট শসার মতো এই দেহ
যেন কোন মায়াবীর বক্ষে বিজড়িত ।
সেই চাঁদ সেই সুখ নিষ্প্রভ মলিন হয়ে
একদিন মুখ ঢাকে আকাশের ওপারে আকাশে ।
ছলনাময়ী সেই সুখ জন্ম থেকেই কবোষ্ণ চিন্তায় বাসা বাঁধে
মানুষকে নিভৃতে কাঁদায় ;
সেভাবেই দিনরাত্রি বৃথা হয়ে যায় ।
সুখের স্পর্শটুকু নিয়ে কাঁকনের শব্দ তুলে
দরজা ভিতর থেকে খুলে
আজ আর বলে না কেউ , "এত দেরি হলো কেন ? "


চিরকাল সেই চাঁদ সেই সুখ
মানুষকে ঘুম পাড়ানোর সাধ করে ,
আস্তা-কুঁড়েও ভাসে নবজাত শিশুর ক্রন্দন ।


************************************