চলে গেছে সেই শিবু পথে ঘাটে দেখিনি তো আর
দেখিনি কখনো মুখ , কলহাস্য সেই সাদা হাত ,
এখন সেখানে সন্ধ্যা নেমে আসে অনিবার্য দুঃখের ইঙ্গিতে
নেই সেই পুঁই-মাচা ,নেই গালে সেদিনের নিগূঢ় আঘাত ।


করুণ স্বপ্নের মতো সেই মেয়ে খেলে যেত রোজ
নিষ্প্রাণ শহরে আজ হারিয়ে গিয়েছে শিবু জানি ,
হারিয়েছে কোন পথে ?দেখিনি কখনো তাকে আর
সবুজ ঘাসের বুকে মরে গিয়ে হয়তো সে হয়েছে ঘরণী ।


কখনো সে আসবে না এই রোদ এই শীত বর্ষার ভিতর
দেখাবে না রূপ তার , সেই রূপ আজ আর দেখাবার নয় ,
আমি আর দেখবো না সেই হাত সেই মুখ সেই কালো চুল
হয়তো প্রেমিক তার ছিঁড়ে নিয়ে গেছে কবে সেদিনের করুণ হৃদয় ।


**************************************