সেখানেই ছিলে তুমি ভালো , কেন এলে ?
এখানে রোদের খরতাপ
এখানেও খুঁজে পাবে জীবনের হারানো সংলাপ  ।


না বুঝেই চলে এলে দুর্মর আবেগে
কেন মিছে সুখ খোঁজো আর ?
এখানেও পরিব্যাপ্ত শুধু কাঁটাতার
পথ নেই আর পালাবার ।


যে আলো গিয়েছে নিভে
তাকে বরং পুনরায়  জ্বালো ,
সেখানেই ছিলে তুমি ভালো ।


জ্বলন্ত উল্কার প্রচণ্ড আলোক দেখে এলে
বরং স্তিমিত আলোকে ভালো ছিলে
সেখানেই  তুমি ভালো ছিলে ।


****************************