পৃথিবীর মানুষের অশ্রু আর দীর্ঘশ্বাস  
যদি কুড়িয়ে রাখা যেত
একটা শোকসিন্ধু হতো ।
মানুষ দেখত প্রতিটি জন্ম  ও মৃত্যুর চিহ্ন
সেখানে গিয়ে মিশেছে
প্রতিটি বেদনার দগ্ধচিহ্ন সেই সিন্ধুর স্তব্ধতা
গ্রাস করেছে মৃত্যুর অমোঘতা নিয়ে ।
আমিও তো হাঁটছি সেখানে যাবো বলে
কিন্তু কতদূর যাবো আর ?
আমার হাত ধরে কে নিয়ে যাবে ওপারে
শোকসিন্ধুর সব জল গণ্ডূষে পান করে
সব জ্বালা সয়ে একা একা ?


পৃথিবীর এই সব ছায়া আর রোদ
সেখানেই নির্বাক মানুষের সব অনুরোধ ।


*************************