তুমি কি আসবে মা সীতা
আমাদের মধ্যবিত্তের মাটির কুঁড়ে ঘরে ?
মুছে দিয়ে স্বর্ণ-লোভ স্বর্ণলঙ্কার ক্লিন্ন অভিশাপ ?
রামের মতো পতি পেয়েও এত কষ্ট পেয়েছো তুমি
পৃথিবীর কোন নারী পায়নি এখনো ।
এখানে মায়ামৃগ-রূপী মারীচ নেই
তবে ধর্ষণকারী আছে ।
তোমাকে কথা দিচ্ছি মাটির কুঁড়ে ঘরে সুরক্ষিত রাখবো
ধর্ষণের শিকার হবে না তুমি ।
তোমার ক্লান্ত ঊরুতে নেমে আসবে চাঁদ ।
আমি ডাল ভাত খেতে দিয়ে
হাতপাখা নিয়ে বাতাস করবো ।
তোমাকে আর অগ্নিপরীক্ষা দিতে হবে না
পাতাল প্রবেশ করতে হবে না ।
তুমি কি আসবে মা ?
পৃথিবী কাঁদছে এখন
তুমি এসে শস্যশ্যামলা করে তুলবে ।
আমি দুরন্ত মেঘ ছিঁড়ে তোমার কোলে
সূর্য এনে দেব ।
তুমি ডাল ভাত খেয়ে শুধু রাম নাম করবে ।
তুমি কি আসবে মা সীতা
আমাদের মধ্যবিত্তের মাটির কুঁড়ে ঘরে ?


*******************************