দীপ নিভে  গেছে
দমকা বাতাস লেগে যোগসূত্র সেও ছিঁড়েছে
পড়ে আছে ক্ষত ,
কত শত শতাব্দীর লেলিহান আগুনের মতো ।
প্রভাতে ও সাঁঝে
অনিবার এ হৃদয়ে মৃত্যুর কাঁসর ঘণ্টা বাজে ।
কে রাখে খবর ?
মানুষের দেহ মন সবই আজ নীরব নিথর ।
শোকের ছায়ায় ম্লান
মানুষের ঘরে ঘরে জেগে আছে অদ্ভুত শ্মশান ।


***************************