মানুষ সুন্দর হয় অর্থে নয় রূপে নয় অনুপম হৃদয়ের গানে
কত পাখি গান গায় ওড়াওড়ি করে তারা বনে
তাদের কী আছে বলো ? তবু তারা কতই সুন্দর ,
মানুষের দুঃখ শুধু অসুন্দর আকাঙ্ক্ষার গায়ে বড় জ্বর ।
সুন্দর বাইরে নয় হৃদয়ের গভীরে করে খেলা
কিছুই ছিল না তবু কতই সুন্দর ছিল সেদিনের সেই ছেলেবেলা ।
বড় হলে মনে জাগে অতৃপ্ত কামনা আর কেবল জিগীষা
সুন্দর তখন মরে যায় , অর্থের বুকে জাগে অনন্ত পিপাসা ।
ফুল পাখি প্রকৃতির বুকে দেখি অনিবার সুন্দরের লীলা
সুন্দরী সে স্রোতস্বিনী , চিরকাল সেই নদী অন্তঃসলিলা ।


সুন্দর মানুষ হতে গেলে কত আর টাকা লাগে ?
খুব অল্পে সন্তুষ্ট হলে সুন্দরের ধ্যান মনে জাগে ।
এসো আজ সবে মিলে সুন্দরের করে যাবো ধ্যান
উপনিষদের ঋষিদের মতো শুনবো শুধু সুন্দরের গান ।
সুন্দর মানুষ হয়ে গেলে হয়ে যাবে পৃথিবীর সবই সুন্দর
মুছে যাবে সব ক্লেদ , মুছে যাবে হৃদয়ের বাসনা প্রখর ।


**********************************