এমন দিন যদি আসে
মন্দিরে মসজিদে গির্জায় কুলুপ পড়েছে
হিন্দু মুসলিম খ্রীশ্চান বৌদ্ধরা বসেছে
একসাথে করছে আহার ,
ধর্ম নিয়ে বিবাদের দিন নেই আর
কেউ আর কারো বুকে করে না প্রহার ।


মন্দিরে মানুষ নেই বিহঙ্গিনী তা দেয় ডিমে
মসজিদ গির্জার চূড়ায় ওড়ে নাকো শাস্ত্রের ধ্বজা
মানুষ গাইছে বসে মিলনের গান ,
ধর্ম নিয়ে কোলাহল স্তব্ধ হয়ে গেছে
মিলনের মহামন্ত্রে মানবিক-বোধ সব হয়েছে অম্লান ।


মিলনের দিন এলে মসজিদে শুনিনি নামাজ
পুরোহিত মন্দিরে বসে তোলে না আর মন্ত্রের আওয়াজ
ফাদার হাসছে বসে ফিরে পেয়ে হুঁশ  ,
বিশ্বের মানুষ দেখে ধর্মান্ধতা ধুলোয় মিশেছে
কোলাকুলি করে শুধু মানুষ মানুষ ।


ধর্মান্ধতা মুছে গেছে মানুষের ভেঙ্গে গেছে ভুল
সম্বিত পেয়েছে ফিরে মাটিমাখা বিষণ্ণ ত্রিশূল ।


**************************************