যেভাবে দাঁড়িয়ে আছে গাছ
যে নদীর হারিয়েছে স্রোত
যে শিশুটি কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়েছে
সেভাবেই থেমে যেতে শেখ।
একবার শুধু একবার
বেঁচে থেকে মৃত্যুর কাছে মৌনতা শেখ।


কেন এতো যুদ্ধ ?
কেন এতো অহমিকা মানুষের বুকে?
কেন এতো যুদ্ধ আর রক্তের নেশা ?
সূর্যস্নাত সকালের মতো
শিশুটির মুখের দিকে চেয়ে
ভুলে যেত শেখ
পথে ঘাটে বাজছে সাইরেন
জীবনের কাছে কাঁদছে ইউক্রেন
অন্ধকারে ঘুমিয়েছে মেয়েটির প্রেম
অকস্মাৎ ঝড়ের প্রাক্কালে ।
নতজানু  হোক বোমারু বিমান
মানুষ আর মৃত্যুর কাছে।


পাহাড়ের মতো থেমে যেতে শেখ।


               *********