**************************************
         যা কিছু দেখছি সবই উল্টো মনের দু চোখে আজ
        বধূ আজ শুয়ে 'ফেস বুক ' করে শাশুড়ি করছে কাজ ।


         মেয়েরা এখন সাজে নাতো বেশি  মায়েরাই বেশি সাজে
          যৌবন আজ চোখ মুছে যেন   প্রেম মরে দেহ মাঝে ।


        শিশুরা এখন  করে নাই খেলা বাবা মা করছে খেলা
         শিশুরা জানে না মনের ভিতরে কখন গিয়েছে বেলা ।


      


         নামাবলী গায়ে পুরোহিত সব ধর্মের ধ্বজাধারী
         ধর্ম ব্যবসা করছে দাপটে   করছে কেলেঙ্কারি ।


           পতিতালয়ে যাচ্ছে যাহারা হয়তো পুণ্যবান
        ধর্মকে নিয়ে যারা পড়ে আছে  পাপে নিমজ্জমান ।


         চোর  দেখি আর চুরি করছে না সাধু হয়ে গেছে আজ
         দেশের শাসন যাহাদের হাতে চুরি তাহাদেরই কাজ ।


          বাবা মা এখন পথে এসে বসে ভিক্ষাপাত্র হাতে
         লজ্জায় ছেলে মুখ কি লুকায়  বিবেকের কশাঘাতে ?


        এসব দেখে কেউ কাঁদে নাতো কাঁদে  শুধু আজো কবি
           পৃথিবীর বুকে যা কিছু দেখছি  সবই উল্টো ছবি ।


****************************************************