ভরা ব্রহ্মপুত্রে ভরা নদী
ঢেউ ঠেলে ক্লান্ত অস্তায়মান সূর্য
জল প্রাণ এবং তীরের হাতের ইশারা
ফুলে ফেঁপে উঠা শিশুর বুক মালিশ করে
কেঁদে উঠল মায়ের প্রাণ –
তোর কলজের ফুটো দিয়ে কে বাজায় যন্ত্রণার বাঁশি
ও আমার প্রাণের পুতুল
কোল পেতে দিই বুক পেতে দিই
শীতের রাত কেবল ভালোবাসার উষ্ণতা
নিরীহ প্রাণের প্রতি সদাই মরণের হাতছানি
হাত পেতে পেতে শূন্যহাতে অবুঝ রহস্য
তারপরে স্রোত জড়িয়ে নিঃশ্বাসের যুদ্ধে পথ হারানো
মা বাবা পুতলীর আর্তনাদ
অবাক চোখে নদীটা দেখল
স্রোতের অন্ধকারে
চোখের জল ফেলা মাছ
কুণ্ডলি পাকানো মাছ
মৃতদেহের খোঁজ করা মানুষগুলি মাছগুলি পেল
ভারী বাতাস তীরের প্রাণগুলি স্পর্শ করল
তিনদিন পরে জলসমাধির দেহগুলি বলল
পরিকল্পনার বাতাসে শান্ত হয় না দুঃখ