আমাদের অভাবের সংসারে আমি কি
এতই বোঝা ছিলাম মাগো তোমার কাছে?
আমিতো চেয়েছিলাম লেখাপড়া করে
নিজের পায়ে দাঁড়িয়ে, মানুষ হবো ভেবে!
তুমি দিলে না আমার স্বপ্ন পূরণ হতে!
মিথ্যা বলে, লোভ দেখিয়ে আমায় দিলে
বিয়ে রানী হব ভেবে!
আমি কি সত্যি হয়েছি রানী তোমার কাছে?
চাবুকের আঘাতে রক্তাক্ত হয়েছে শুধু স্বামীর কাছে!
কি দোষ ছিল আমার? অপরাধ ছিল কি দারিদ্রতার?
আমিতো চেয়েছিলাম বাঁচতে, মানুষের মত করে
সে স্বপ্ন পূরণ হলো না আমার এ জীবনে!
এ তো শুধু তোমারই ভুলে, জীবনের শেষ প্রান্তে!
আজ আমি বড় ক্লান্ত, ঘুমোতে চাই চির নিদ্রায়!!