আজ আন্তর্জাতিক নারী দিবস
পালিত হচ্ছে বিশ্ব ময়।
নারীরা সর্বক্ষেত্রে অধিকার
পেয়েছে তারা মাথা উঁচু করে।
১৯৩০ দশক কে প্রথম লন্ডনে তে
নারী আন্দোলনে ভোটাধিকার
পেল তারা এভাবে।
আমাদের দেশে বাংলা ভাষায়
নারী শিক্ষায় প্রধান অবদান
পন্ডিত বিদ্যাসাগর মহাশয়।
নারীরা আজ সর্বক্ষেত্রে পাল্লা দিয়ে
পুরুষদের সঙ্গে কর্মক্ষেত্রে।
নারীরা আজ রাষ্ট্র ক্ষমতায়
প্রথম সারিতে বিশ্বময়।
নারীদের যোগ্যতা আজকের সমাজে
অপরিসীম হয়ে আছে।।