হায়রে! জীবন বেকার জীবন
নেই কোন গতি
শিক্ষার কি আছে মূল্য?
ডোমের চাকরি, সেখানেও মারামারি
প্রতিশ্রুতি বন্যা শুধু
খেলা হল বেকার জীবন নিয়ে
ঘরেতে বৃদ্ধ মাতা, রোগগ্রস্ত পিতা!
প্রেমিকা গেল চলে, বেকার জীবন দেখে
সে বলে! কতকাল আর থাকবো তোমার সাথে
আমারও তো আছে ভবিষ্যৎ, সে ভাবনা করি এখন
জীবন সংগ্রামে, ভবিষ্যৎ অন্ধকার
কার দোষে? ব্যর্থ জীবন নিরবে কাঁদে!!