যুদ্ধ নেই, তবুও ভুখা মিছিল চলেছে রাজপথে
কে যোগাবে তাদের অন্ন?
মায়ের কোলে শিশু সন্তান দুহাত বাড়িয়ে অন্নের সন্ধানে
নুয়ে পড়া বৃদ্ধ-বৃদ্ধা চলেছে দিশাহীন যাত্রা।
সূর্য ডুবেছে পশ্চিম আকাশে,
অন্ধকার শুধু অন্ধকার তাদের জীবনে
পাখিরা সব ফিরে গেছে তাদের বাসাতে
নেই কোন তাদের আস্তানা, পথ ই তাদের নিশানা
বিরামহীন হেঁটে চলা, দিনরাত একই ধারা
জীবন-মরণ আছে শুধু, সময়ের অপেক্ষা।।