সরল সোজা মানুষগুলো গ্রামেতে বাস করে।
দিন আনে দিন খায় চলে যায় সংসার এ ভাবে।।


কাজের প্রয়োজনে যেতে হয় অনেক দূরে সন্তানের মায়া ছেড়ে।
গোধূলি বেলা শেষে ফিরে আসে সন্তানের কাছে।।


সারাদিনের ক্লান্তি দূর হয় তার মুখ দেখে
জীবনকে বাজি রেখে চলে যায় দিনগুলো এভাবে
স্বপ্ন দেখেনা তারা  কোন কিছু পাওয়ার আশা


অতীত থেকে বর্তমান চলেছে একইভাবে, ভবিষ্যৎ কিছু নেই তাদের জীবনে।
জীবন বেঁচে থাকে শুধু দুবেলা খেয়ে।।


জীবন সংগ্রাম থেকে, বেরিয়ে আসতে পারে না তারা কোনভাবে।
এই সুন্দর পৃথিবী অধরা থেকে যায় তাদের কাছে।।


মানুষ আর পশুতে প্রভেদ থাকেনা তাদের ভেতরে।
বাঁচার প্রয়োজনে অন্নের সংস্থান করে শুধু তারা নিজের মত করে।।
মানুষ রূপে জন্ম হয়ে সার্থক হলো না তাদের এ জীবন


কার দোষে জীবন কাটে তাদের এভাবে?
প্রশ্ন জাগে মনে উত্তর পাই না খুঁজে।।