গিন্নি বেঁচে কবিতার খাতা ফেরিওয়ালার কাছে
সে কি বোঝে? কবিতার কত ওজন ওই পাল্লার কাছে?
তার দৃষ্টি কাঁটার দিকে, ওজন করে দাম ধরে
গিন্নি তার হিসাব রাখে, কত এলো তার হাতে
হায়রে কবি তোমার কবিতা চলে যায় ঠোঙা হয়ে দোকানে
সে শুধু পণ্য বাহক হয়ে ওঠে মানুষের হাতে
শেষকালে তুমি হলে আবর্জনা, ডাস্টবিনে নোংরা
বুঝলোনা গিন্নি তার দাম, হিসাবের খাতায় লিখে সংসারের আয়।।