গণ আছে তন্ত্র নেই এই বাংলায়
খেলা হবে খেলা হবে
অধিকারের কি প্রয়োজন আছে তাই?
কলসি ভরা বমে খেলার ছলে
আনন্দে শিশুরা লাথি মারে
বিস্ফোরণে ছিন্নভিন্ন শিশুর দেহ
গণতন্ত্র নিরবে কাঁদে
সন্তান হারানো মায়ের কান্না
বিচারের দরবারে আঘাত করে
শিশুর রক্ত মানুষের চেতনা জাগ্রত করে
বাংলার রাজনীতি বারেবারে পরিহাস করে
খেলা হবে খেলা হবে চারিদিকে আওয়াজ ওঠে
আকাশে বাতাসে প্রতিধ্বনি ভাসে
জয় হবে জয় হবে মানুষের জয় হবে।।