কোথায় হারিয়ে গেছে আজ বাংলার সংস্কৃতি
রবি, নজরুল, বঙ্কিম, শরৎচন্দ্র পড়ে না আজ
নতুন প্রজন্ম!
সত্যজিৎ, ঋত্বিক, মিনালের চলচ্চিত্র মুখী হয়না
নতুন যুবক, যুবতী বৃন্দ!
বিপ্লবের স্বপ্ন দেখা মার্কসবাদের আন্দোলন
ছাত্র-ছাত্রীদের নেই কোনো ইচ্ছা বর্তমান অবস্থা!
খেলাধুলা অনীহা মোবাইলে ব্যস্ততা
সততার প্রতীক নেই কোন নেতা-নেত্রীর
সরকারি কর্মচারী বিনা কাজে পয়সা আসে
কাজ করলে উপরি আদায় করে!
বুদ্ধিজীবী মহল অন্যায় কাজের চোখ বুজে থাকে
অপরাধী যে বুক ফুলিয়ে সমাজে চলে
নাচ গানের আসরে বাজনা আর পোশাকে প্রাধান্য সেখানে
যে কোনো উৎসবে মদের ফোয়ারা ওঠে তাদের মধ্যে
আর কত অধঃপতন হবে আমাদের এই সমাজে!!