হে প্রভু একি লীলা তোমার জগৎজুড়ে
তোমার সৃষ্টি মানব জাতি আজ ধ্বংসের মুখে
চারিদিকে হাহাকার মৃত্যু-মিছিল, একি হলো আজ।
নিস্তব্ধতার চাদরে মুড়ে, পৃথিবীর আজ ঘুমিয়ে আছে
আকাশে বাতাসে পোড়া গন্ধ, মাটির নিচে পচা দেহ
স্বজন হারানোর বেদনা, কে দেবে তাদের সান্ত্বনা
ঘরে ঘরে আজ আত্মনাদ, প্রদীপ জ্বালাবার নেই কেউ তার
এ কোন সূর্য উদয় আজ, রাতের চেয়েও অন্ধকার
তবুও তোমার পূজা হয় ঘরে ঘরে, সন্ধ্যা বাতি জ্বালে।।