হায় বাঙালি! হায় বাঙালি! বাজার করা রোজ চাই
পেটুক আমি পেটুক তুমি, বাহারি খাবার চলে রোজী
পয়সা না থাকুক তাতে কি, ধার করে চলি আমি
লকডাউন মানি না আমি, দোকানে লাইনে আছি
মাস্ক এর কি প্রয়োজন, তফাৎ মেনে চলি আমি
হোক না আমার সর্দি কাশি, যেমন থাকি তেমন আছি
ঘরেতে আমার থাকনা খাবার, হাত বাড়িয়ে নেই সবার দান
হায় বাঙালি! হায় বাঙালি! কবে হবে এর পরিত্রাণ।।