কবি! ঘুমিয়ে আর থেকো না তুমি
তোমার কলমের খোঁচায় রাষ্ট্রের নিদ্রাভঙ্গ
তোমার কলমের কালি, রাষ্ট্রের মুখে মাখি
অন্যায়ের মুখোমুখি, তোমার কলমের শক্তি
চিরকাল আছো জাগ্রত, জগতের এ প্রান্ত থেকে ও প্রান্ত
তোমার কলম চলে সর্বদা সোজা পথে
যেদিন চলবে ব্যাকা পথে
সেদিন কবির মৃত্যু হবে!!