হে মাতা! আমি কার পুত্র?
কি আমার পরিচয়?
তুমি ছাড়া কে বলবে সে কথা
যুগ যুগ ধরে, আজও অজানা সে কথা
ধর্মহীন, গোত্রহীন অবৈধ সন্তান
আমি তোমার
সমাজের কাছে কলঙ্কিত আমি
এই অপমান সইবো আর কতকাল
বীর কর্ণ ও জেনেছিল সে সূর্য পুত্র
আমার কেন হল না সে কথা জানা
আমার ধমনীতে কোন রক্ত বইছে
বলে দাও সেকথা মাতা
কলঙ্কিত এ জীবন রাখব না আমি
বিদায় দাও আমায় হে পৃথিবী।।