মানবজীবন কোন অভিশাপে?
মৃত্যু মিছিল, শ্মশান আর কবরে।
দূর হতে স্বজনহারানো কান্না
নিরবে নয়ন জল শুকায়ে।
ঘোরতর বাস্তব, দিনগুলো
আজ সম্মুখে দাঁড়ায়ে।
সময়ের গভীর খাদে, মোদের জীবন
আজ ধ্বংসের মুখে।
শ্রমজীবী মানুষ, কর্মহীন জীবন
ঘরে দুঃখ দারিদ্র, নিয়ে সংসার।
খাঁচার পাখি যেমন ছটফট করে
মানুষ আজ ঘরবন্দি, একইভাবে আছে।।