হে! ক্ষনিকের অতিথি
এ জগতে তুমি
মানব জীবন ধন্য তুমি!
সৃষ্টি কর্তার আশ্চর্য এই সৃষ্ট
ভেবে দেখেছো কখনো কি?
আমিত্ব থাকে না চিরস্থায়ী
যত আছে ধনসম্পত্তি,
কোন কিছুর মালিক নও তুমি!
কিসের এত অহংকার?
তুমি যে ক্ষণস্থায়ী!
ভোগ, লালসা, ক্ষমতা
সবই তো সময়ের দাসত্বে বাধা!
জন্ম মৃত্যু বিধাতার লিখন
পেয়েছো তুমি মানব জীবন
রক্ষা করো সততার সাথে
মানব সেবা করে
মূল্যবোধের চাবিকাঠি দিয়ে!!