কবিতা লেখা কাগজ, তার কত ওজন
বুঝবে কি আর ক্রেতা? সেতো মূর্খ হাঁ দা
ওজন ধোরে দাম ধরে, পাল্লা দেখে
জানেনা সে কলমের কত জোর, অন্যায়ের প্রতিবাদে
সমাজ জীবন পরিবর্তন আনে তার কলমে
বিপ্লবী চেতনা জাগ্রত করে তার কবিতাতে
প্রেম ভালোবাসা জেগে ওঠে তার অন্তরে
যুগ যুগ ধরে এভাবে বেঁচে থাকে
কবিগন জগৎজুড়ে!!