রাধে চলেছে কলসি কাকে যমুনার ঘাটে
কানাই বসে কদমগাছে আরা চোখে
বাশির টানে রাধা এসে দাঁড়ায় কদমতলে
রাধে কানাই প্রেমে ভাসে সন্ধ্যা যে নেমে আসে
রাখাল গেল বাড়ি ফিরে সূর্য গেল ডুবে
পাখিরা সব কল কাকলিতে বাসার দিকে ছুটে
কানাই রাধার হুশ নেই আর, কখন ঘরে ফেরে
রাধা কৃষ্ণের প্রেমের যুগ আজও চলে জগৎজুড়ে।।