ওরা চলছে হাজারে হাজারে গ্রাম হতে শহরে
ওরা কৃষক, জীবনের মূল্য বুঝে নিতে
ওরা জানে কত ধানে কত চাল পরিশ্রমের বিনিময়ে
ওরা রোদ-বৃষ্টিতে মাঠে-ঘাটে সারা দিন কাটে
মহাজনের ঋণ শোধে শেষ সম্বল টুকু থাকে
দেশের সম্পদ তুমি কৃষক, তোমায় নিয়ে রাজনীতি চলে
শাসক বিরোধী তোমাকে নিয়ে টানাটানি করে
তোমার স্বার্থ নিয়ে ওরা সব ভালো বোঝে
তুমি শুধু বোকা হয়ে, ওদের মুখ পানে চেয়ে!!