কেন গো মুখপানে চেয়ে আছ গো মা
দুর্গা রূপে এই ভুবনের মাঝে?
লক্ষ, কোটি মানুষ শিশু থেকে বৃদ্ধ
চলেছে অবিরাম অষ্টপ্রহর তোমার দর্শনে
নেই কোনো ক্লান্তি আছে শুধু আনন্দ উপভোগ!
প্রতিবছর তোমার এই যাওয়া-আসা
মানুষকে করে প্রাণ উজ্বল
তোমার এই উৎসবে দরিদ্র মানুষ পায় কিছু
বস্ত্র তোমারি কল্যাণে!
কোমল দুটি হাতে করুন দৃষ্টিতে অঞ্জলি দেয়
ভক্তিভরে তোমারি চরণে
তুমি কি তাদের দারিদ্র্য ঘোচাবে চিরতরে?