বাংলা অভিধান একে বলে কর্কট রোগ
সহজ সরল কথায় যার নাম ক্যান্সার।
যার নেই কোন চিকিৎসা
দিনের পর দিন আছে শুধু অপেক্ষা।
বেড়ে চলে প্রতিদিনের যন্ত্রনা
সহ্যের বাঁধ ভাঙ্গে মানে না কোন বাধা।
নিজেকে গুটিয়ে নিয়ে নিজের মাঝে
আমরা শুধু নির্বাক দর্শক হয়ে,
দেখছি একে অপরের দিকে নিরুপায় হয়ে।
জানিনা কবে বের হবে এর চিকিৎসা
বিশ্বের দরবারে করছি শুধু
অপেক্ষা আর অপেক্ষা।।