আসার এই সংসার
কেউ কারো নয়
ক্ষনিকের অতিথি তুমি
এসেছো এই জগতে
সাধের এই সংসারে!
সাজানো এই বাগান
বারি, গাড়ি ধন সম্পত্তি
সবই তো থাকবে পড়ে
তুমি চলে গেলে!
যতই কর আমি আমি
মিথ্যা যাবে সব আশা
যতদিন আছো বেঁচে
আমার আমার করে
আগলে রাখো তারে
নিজের জীবন দিয়ে!
অন্তর্যামী হাসে আড়ালে
কিছুই যাবে না সাথে
একমুঠো ছাই গঙ্গার জলে
যাবে মিশে জোয়ার ভাটাতে!!