নিয়তি অদৃশ্য শক্তি তুমি
আড়ালে থেকে কলকাঠি নাড়ো তুমি
শত চেষ্টায় পায়না তারা কর্মফল
জীবন সংগ্রামে ব্যর্থ হয় মনুষ্য জীবন
এ জগতে সততার নেই কোনো দাম
চারিদিকে অসৎ এর ছড়াছড়ি তারাই করে রাজ
চোরেরা আজ সম্মান পায় অদ্ভুত এ সমাজ
আইন-আদালত-এ হয়না তাদের বিচার
নিয়তির দরবারে কবে হবে তাদের বিচার?