পুত্র যখন সাবালক হয়ে ওঠে
তখন তার ব্যক্তিসত্তা ফুটিয়ে তোলার
চেষ্টা করি!
তার নিজের পছন্দ অপছন্দ, ভালো লাগা
ভালো না লাগা, জগতে ভাসমান হয়ে
বিরাজ করে!
পিতার কথা, উপদেশ তার কাছে
তখন ভালো না লাগতেও পারে
এটাই বাস্তবতা!
পিতার কাছে পুত্রের ভবিষ্যৎ
জীবনযাত্রার সঠিক পথ
নিরাশার ফল!
পিতা পুত্রের এই মধুর সম্পর্ক
নষ্ট হচ্ছে আজ সমাজের
অবক্ষয়ের কারণে!!